শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অর্থনীতি এবং মনোবিজ্ঞান নিয়ে।
কর্মজীবনে অন্যরকম এডটেক লিমিটেডের হেড অফ গ্রোথ হিসেবে দায়িত্ব পালন করেছেন, অন্টরপ্রেনারশিপ ডেভেলেপমেন্ট নিয়ে কাজ করেছেন একটি স্টার্টআপ ইনকিউবেটরের কো-অর্ডিনেটর হিসেবে, গ্রোথ কনসাল্টেন্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে।
দেশী-বিদেশী হরেক রকম কোর্স, প্রোগ্রাম ও রিসোর্স থেকে লাইফ এবং বিজনেসের গ্রোথ স্ট্রাটেজি নিয়ে শিখেছেন, শিখছেন প্রতিনিয়ত। সবচাইতে বড় শিক্ষাগুলো নিয়েছেন জীবনের কাছ থেকে, হরেক রকম উত্থান-পতন আর ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে।
বর্তমানে Ononno এর প্রতিষ্ঠাতা এবং সিইও। বেশ ক’বছর ধরে OnonnoBusiness থেকে কাজ করছেন লাইফ এবং বিজনেস ট্রান্সফরমেশন কোচ হিসেবে, বিভিন্ন কোম্পানির ফাউন্ডার এবং সি-লেভেল এক্সিকিউটিভদের সাথে। মূল উদ্দেশ্য অর্থপূর্ণ সফলতার পথে এগুতে প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা, সাথে শারিরীক, মানসিক এবং আত্মিক সুস্থতা ও উন্নতি!
শুধু ফাউন্ডার বা সিইওরাই না বরং সব পর্যায়ের সব শ্রেণী-পেশার অজস্র মানুষ অনন্য জীবনের স্বাদ পাবেন, অর্থপূর্ণ সফলতা আর সুখের সূত্র জানবেন এবং কাজে লাগিয়ে অনন্য মানুষ হয়ে উঠতে পারবেন সেই স্বপ্ন নিয়ে শুরু করেছেন OnonnoLife।
একই লক্ষ্যে তরুণদের নিয়েও কাজ করছেন কিন্তু তারুণ্যের চ্যালেঞ্জ, চাহিদা সব কিছুই আলাদা মনোযোগের দাবি রাখে তাই OnonnoYouth এর পথচলা।
Trade License: TRAD/DNCC/040699/2024
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অর্থনীতি এবং মনোবিজ্ঞান নিয়ে। বর্তমানে WiseGrowth এর প্রতিষ্ঠাতা এবং সিইও, যেটি লাইফ এবং বিজনেস গ্রোথ পার্টনার হিসেবে কাজ করছে বিভিন্ন কোম্পানির ফাউন্ডার এবং সি লেভেল এক্সিকিউটিভদের সাথে। মূল উদ্দেশ্য অর্থপূর্ণ সফলতার পথে এগুতে প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা, সাথে শারিরীক, মানসিক এবং আত্মিক সুস্থতা ও উন্নতি!